L’omicidio di un sacerdote non ti fa avvicinare ad Allah, ma al contrario ti porta all’inferno”.- Imam
"I membri fedeli islamici del Dhuumcatu, comunità Islamica di Torpignattara, insieme ai fedeli della sala preghiera di via Gabrio Serbelloni, durante la celebrazione del venerdì santo, hanno espresso il proprio cordoglio per tutte le vittime degli attentati che negli ultimi mesi hanno sconvolto diverse città del mondo. Una preghiera particolare è stata rivolta a padre Jacques Hemel, il prete ucciso il 26 luglio scorso in Normandia.
Durante la Preghiera l’Imam ha ricordato a tutti i fratelli islamici che : “L’omicidio di un sacerdote non ti fa avvicinare ad Allah, ma al contrario ti porta all’inferno”.
তুমি বেহেস্তে নয় দোজগে যাবা - দয়া করে শেয়ার করুন ও মুসলিমদের অবস্থান পরিস্কার করুন, এটা আপনার ধর্মীয় দায়ীত্ব সাথে সামজিক ও বটে
L’omicidio di un sacerdote non ti fa avvicinare ad Allah, ma al contrario ti porta all’inferno”.
১লা জুলাই, বাংলাদেশে --- ২০ জন হত্যাযজ্ঞের শিকার
১৪ জুলাই ফ্রান্সে----------- ৮৪ জন
২৬ জুলাই পুনরায় ফ্রান্সে পাদ্রী হত্যা
এই বিষয়ে আমরা বিশ্ব শান্তির জন্য একটি দোয়ার ব্যবস্থা করি ।
অনেক ইতালীয়ান সাংবাদিকগণ উপস্থিত হয় ।
কিন্তু দুখঃ জনক বাংলাদেশী তেমন কোন নেতৃবৃন্দ উপস্থিত হয় নাই
-----
অামাদের ইমাম জনাব মাউলানা হাফেজ মিজানুর রহমান বলেনঃ যাহারা এই প্রকার হত্য কান্ড ঘটাচ্ছে, যদি তাহারা মনে করে এই কাজের জন্য আল্লাহ বেহেস্ত নসীব করবেন, এটা ভুল, পক্ষান্তরে তাহারা দোজগের জন্য তৈরী হচ্ছে ।
বি.দ্রঃ দোয়া শেষে জনাব আমিনুল এর মরহুম পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপস্থিত সকলের জন্য তবারক বিতরন করেন ।