mercoledì 15 ottobre 2014

আসুন প্রতিবাদ করি


প্রিয় সাথী ও বন্ধুগণ, সংযুক্ত লিফলেটটি ইতালীয়ান কিছু বর্ণবাদী সংগঠন তরপিনাতারায় বিলি করেছে এবং তাহারা আগামীকাল (১৬-১০-২০১৪) বিকাল ৫.৩০ একটা মিছিলের আহ্বান করেছে এবং এই সমাবেশে বিদেশীদের বিপক্ষে আলোচনা করবে, সাথে বিদেশীদের ঘড়, বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মসজিদ এর বিপক্ষেও দস্তখত সংগ্রহ করেবে। 
আমরা মনে করি এটার একটা প্রতিবাদ করা উচিৎ। তাই বিদেশীদের পক্ষে কিছু ইতালীয়ান সংগঠন তাহারা আগামীকাল (১৬-১০-২০১৪) বিকাল ৪.০০টায় ভিয়া কাসিলিনা ক্যারিফর মার্কেট ( সাবেক জি.এস) এর সামনে সকল বিদেশীদেরকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ করেছে ।
আমরা বাংলাদেশ সমিতি, ইতালী ও ধূমকতেু উপস্থিত থাকব ইনশাহআল্লাহ । আপনিও উপস্থিত হয়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হউন । আমরা মনে করি যদি আমাদের উপস্থিতি ঐ বর্ণবাদী সংগঠন থেকে বেশী হয় তবে, প্রশাসন বিষয়টিকে তেমন কোন গুরুত্ব দিবে না । কারন প্রশাসন বিবেচনা করবে আমাদের সাথে বিদেশী ও ইতালীয়ান এক সাথে, আর ওরা শুধূমাত্র কিছু ইতালীয়ান বিদেশীদের বিপক্ষে।

Nessun commento:

Posta un commento