mercoledì 27 aprile 2016

Capodanno bangla 1423 Ringraziamenti e Comunicato

Ringraziamenti e Comunicato 
Ringraziamo tutti i presenti per la Vostra collaborazione alla festa del Capodanno Bangla-1423 che abbiamo festeggiato nei gironi 23-24-25 aprile seppur sotto la pioggia e il freddo.



L’evento ha visto una grande partecipazione di un pubblico vario, giovani, donne, bambini, uomini vestiti con abiti tradizionali dei paesi d’origine. Nel giorno dell’inaugurazione, il 23 aprile alle ore 21.00 ci hanno omaggiato della loro presenza l’On. Stefano Fassini e l’On. Marta Bona .. . l’On. Gianluca Peciola e tanti altri rappresentanti delle molteplici comunità e rappresentanti diplomatici. L’ultimo giorno, il 25 aprile c’è stata una partecipazione incredibile, il giardino erano pieno, malgrado non piovesse c’era comunque un forte e freddo vento. Nonostante questo clima sfavorevole, tante persone sono giunte alla festa, molte indossavano i vestiti tradizionali.
Purtroppo anche quest’anno il Comune non ha dato l’autorizzazione per celebrare questa festa all’interno del giardino Pubblico appellandosi al fatto che i giardini pubblici non sono in grado di ospitare una festa di tale portata che avrebbe visto una numerosa partecipazione; motivo per cui, anche quest’ anno abbiamo dovuto organizzarla in un posto privato. Inoltre l’Ambasciata Italiana a Dhaka ha rilasciato i visti agli artisti soltanto il giorno prima della festa e, non ha rilasciato i Visti agli sponsor, sostegno fondamentale della festa. 
Gli artisti sono riusciti ad arrivare in Italia soltanto il 25 aprile alle ore 21.00, soltanto due di loro hanno potuto presentare loro bravura incantando e coinvolgendo con canzoni popolari tutti i partecipanti che hanno iniziato a ballare e a cantare insieme a loro.
Purtroppo, nel momento in cui sarebbero dovuti salire sul palco gli altri tre artisti, sono arrivati i vigili urbani e hanno chiuso i microfoni …era ormai mezzanotte e zero minuti !
Ringraziamo comunque tutti/e per la sentita partecipazione e attiva collaborazione. Ringraziamo in particolare la Dottoressa Aurora Bufo e Ilham Elatiallha per il loro contributo concernente attività di comunicazione e propaganda della Festa. 
Ci vediamo il prossimo anno !
Associazione Dhuumcatu,

via Casilina 525, Roma (RM)


স্থানীয় সংবাদ, 
এই প্রথম বারের মত বৈশাখী মেলায় অর্থনৈতিক আয় ৮ হাজার ইউরোর মত
০২ মে, সন্ধ্যা ৮.৩০ মিনিট সকল সংগঠন ও কর্মকর্তাকে Via Casilina, 525 উপস্থিত থেকে নিজেদের অংশ বুঝিয়া নিবার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
যে ভাবে শুরু ও শেষ হলো বৈশাখী মেলা ।
ঝড়-তুফান ও ঠান্ডা বাতাসে শেষ হলোগত ২৫ এপ্রিল তিন দিন ব্যাপী রোমে ইউরোপে বহুল আলোচিত বৈশাখী মেলা । বাংলাদেশ থেকে ৪ জন শিল্পী ও লন্ডন থেকে আগত বৈশাখী মা খ্যাত শতাব্দী কর সন্ধ্যা ৮.০০টা থেকে মাঠ জমিয়ে রাখে ।প্রচন্ড ঠান্ডার মাঝেও উপস্থিত জনতা রাত ১২.৩০ মিনিট দাড়িয়ে থেকে মন মাতানো গান শ্রবন করে । এবার মেলায় মহিলাদের জন্য বসার ব্যবস্থা রাখা ছিল । যদিও আবহাওয়া অনুকুলে ছিল না, তথাপি, প্রচুর শিশু, মহিলা সহ বিদেশীদের উপস্থিতি ছিল লক্ষনীয় । মেলার উদ্ভোধন করেন, ইতালীর সংসদ সদস্য জনাব স্তেফানো ফাস্সিনা ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লাচ্ছিও প্রাদেশিক সরকারের কেবিনেট সদস্য ( কনসিলিয়েরে) জনাবা মার্তা বনাফনি ও রোম পৌরসভার কেবিনেট সদস্য জনাব জানলুকা পেচলা ।
মেলায় সার্বিক সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুখিঃত। 
বৈশাখী উদযাপন পরিষদ ১৪২৩ এর পূর্ণ কমিটি সংযুক্ত করা হল, যাহাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় সম্ভব হয়েছে সুন্দর ভাবে এই মেলাটি পরিচালনা করা । পুনরায় সকলকে ধন্যবাদ
ধন্যবাদান্তে
আব্দুর রশীদ
আহ্বায়ক, বৈশাখ উদযাপন পরিষদ ১৪২৩
সদস্য সচীবঃ মোহাম্মদ নুরুল আফসার
ও বাংলাদেশ সমিতির সভাপতি
নুরে আলম সিদ্দীকী বাচ্চু
মেলাটি বিভিন্ন দায়ীত্বে যাহারা ছিলেনঃ 
সার্বিক ব্যবস্থাপনায়ঃ বৃহত্তর ঢাকা সমিতি, ইতালী ও ঢাকা জেলা সমিতি, মানিকগঞ্জ জেলা সমিতি, গাজীপুর সমাজ কল্যান সমিতি, নারায়নগঞ্জ জেলা সমিতি, নরশিংদী জেলা সমিতি, মুন্সিগঞ্জ জেলা সমিতি, ঢাকা সিটি ক্লাব, বৃহত্তর ঢাকা যুব পরিষদ। 
কৃতজ্ঞতা স্বীকারেঃ অলি উদ্দীন শামীম ( সভাপতি জালালাবাদ কল্যান সংঘ, বৃহত্তর সিলেট) 
জন সংযোগঃ মঞ্জুর আহাম্মেদ ( সাধারন সম্পাদক বৃহত্তর ঢাকা সমিতি, ইতালী) 
প্রধান পৃষ্ঠপোষকঃ কাজী মনসুর আহাম্মেদ শিপু ( সভাপতি বৃহত্তর ঢাকা সমিতি, ইতালী) 
প্রধান উপদেষ্ঠাঃ খন্দকার নাসির উদ্দীন ( সদস্য বৃহত্তর ঢাকা সমিতি, ইতালী), মোতালিব মিয়া, নিজাম উদ্দীন ও জুবায়ের আহাম্মেদ রিপন। 
প্রধান সম্মনয়কারীঃ হাবীব চৌধূরী ( প্রধান উপদেষ্ঠা ধূমকেতু) 
অতিথি বরনেঃ মাকসুদা আক্তার ও সাবিনা ইয়াসমিন 
সার্বিক সহযোগীতায়ঃ মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি, ইতালী
যুগ্ন আহ্বায়কঃ আতিয়ার রসুল কিটন ( বরিশাল বিভাগ )
যুগ্ন আহ্বায়কঃ জাহাঙ্গীর আলাম ( সাধারন সম্পাদক বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালী)
যুগ্ন আহ্বায়কঃ মকবুল আহাম্মেদ ( বৃহত্তর সিলেট প্রতিনিধি) 
যুগ্ন আহ্বায়কঃ লায়লা শাহ, যুগ্ন আহ্বায়কঃ বিথি স্বপন, যুগ্ন আহ্বায়কঃ মনি মঞ্জু, যুগ্ন আহ্বায়কঃ সানজিদা আহাম্মেদ ববি, যুগ্ন আহ্বায়কঃ জিয়াসমিন সুলতানা মিরা
ও যুগ্ন আহ্বায়কঃ রোহানা আহাম্মেদ লিপি 
সদস্য সচীবঃ মোহাম্মদ নূরুল আফসার ( সভাপতি নোয়াখালী জেলা সমিতি) 
সদস্যঃ আবুল কালাম আজাদ ( সভাপতি ঢাকা জেলা সমিতি) 
সদস্যঃ ওয়াহেদ কাঞ্চন আব্দুলাহ ( সিনিয়র সহ-সভাপতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি) 
সদস্যঃ জসীম উদ্দীন মোল্লা ( সভাপতি মানিকগঞ্জ সমিতি) 
সদস্যঃ সোরহাব সরকার ( সভাপতি গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতি) 
সদস্যঃ রাহুল ইসলাম ( নারায়নগঞ্জ সমিতি ) 
সদস্যঃ হান্নান মোল্লা (সভাপতি নরশিংদী জেলা সমিতি) 
সদস্যঃ ফিরোজ আলম ( ভারপ্রাপ্ত সভাপতি, মুন্সিগঞ্জ জেলা সমিতি) 
সদস্যঃ সাজ্জাদুল কবির (প্রতিনিধি, ঢাকা সিটি ক্লাব) 
সদস্যঃ সফিকুল ইসলাম শফিক ( সভাপতি, বৃহত্তর ঢাকা যুব পরিষদ) 
সদস্যঃ সামির হোসেন সাদিক ( সাঃ সম্পাদক, ঢাকা জেলা সমিতি)
সদস্যঃ শাহাদৎ হোসেন রণি ( সাঃ সম্পাদক, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি)
সদস্যঃ মোজাম্মেল মোল্লা ( সাঃ সম্পাদক, মানিকগঞ্জ সমিতি )
সদস্যঃ আবুল কালাম ( সাঃ সম্পাদক, গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতি )
সদস্যঃ হেলাল রায়হান ( সাঃ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা সমিতি )
সদস্যঃ মাহে আলম শ্যমল ( সাঃ সম্পাদক, বৃহত্তর ঢাকা যুব পরিষদ )
সাংস্কৃতিক পরিষদঃ মহিব হাসান, শান্তা শিকদার
প্রকাশনায়ঃ আল আমিন ও বাংলা প্রেশ
প্রচারঃ এলিন আহাম্মেদ মিঠু ও শিমুল রহমান 
মঞ্চ সজ্জাঃ মেহেদী মিথুন বাবু
ক্রীড়াঃ আতাউর রহমান জাহিদ
স্বেচ্ছা সেবাঃ আরমান উদ্দিন স্বপন(সভাপতি-বৃহত্তর সিলেট যুব সংঘ ও জাহিদুল হক মুকুল সাঃ সম্পাদক,বৃহত্তর সিলেট যুব সংঘ 
উপস্থাপনায়ঃ ২য় প্রজন্ম- ধূমকেতু 
প্রশাসনিক সহযোগীতায়ঃ ধূমকেতু সোসাল সংগঠন,
সার্বিক তত্তাবধানেঃ বাংলাদেশ সমিতি, ইতালী, 
আয়োজনেঃ বৈশাখ উদযাপন পরিষদ-১৪২৩

Nessun commento:

Posta un commento