domenica 31 marzo 2013


প্রথমতঃ বাংলাদেশ সরকার একটা চুক্তিতে সহি করে নাই। যাহা হলো, কোন বাংলাদেশী যদি ইতালীতে আসে কাজের ভিসা নিয়ে এবং তাহাদের যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তবে এই বাংলাদেশীকে বাংলাদেশ সরকার নিজ দায়ীত্বে এবং খরচে ফেরৎ পাঠাবে। বাংলাদেশ সরকার শর্ত দেয় , এই চুক্তি সহি করার পর যদি কেহ আসে এবং ওভার ষ্টে করে তবে শুধূ তাহাদেরকেই বাংলাদেশ সরকার নিজ দায়ীত্বে ফেরৎ পাঠাবে। কিন্তু ইতালীয়ান সরকার বলতে চাচ্ছে সকল বাংলাদেশীদের জন্য এই আইন প্রয়োগ হবে। যাহারা চুক্তির আগে এসেছে তাহাদের জন্যও এটা মানতে হবে। স্বভাবতঃ কারনেই বাংলাদেশ সরকার এটা সহি করে নাই এবং আমাদের মতে না করাটাই উত্তম হয়েছে।
আরকেটি বিষয় ইতালীয়ান প্রশাসন লক্ষ্য করেছে এই সিজনাল ভিসায় দালাল চক্র অসহায় মানুষদেরকে নিয়ে রক্তের হুলি খেলা খেলেছ্।ে সিজনাল ভিসার নুল্লা অস্তার পয়সা লেন-দেন নিয়ে হত্যা পর্যন্ত হয়েছে। আবার কিছুদিন পূর্বে ইতালীতে লাশগুমও হয়েছে। 
এই দুইটি বিষয় বাংলাদেশের সিজনাল কোঠা বাতিল করেছে। এই ঘটনায় সবচেয়ে বেশী দুঃখ পেয়েছে আমাদের শ্রদ্ধেয় দালাল ভাইয়েরা। তাহাদের দ্ধান্ধা বন্ধ!!! 

Nessun commento:

Posta un commento