২৪ এপ্রিল থেকে রোমে শুরু হচ্ছে বৈশাখী মেলা ১৪২০
শনিবার ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় তরপিনাতারা বাংলা টাউনের ষ্পাইস অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টে এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়াকর্মীদের স্বাগত জানিয়ে এবারের বৈশাখী মেলার মিডিয়া কো-অর্ডিনেটর এনটিভি ইউরোপ প্রতিনিধি এ কে জামান বলেন, আয়োজকদের সহযোগীতা পেলে মিডিয়াকর্মীদের পক্ষে এই মেলা বিভিন্ন মিডিয়ায় তুলে ধরতে সাংবাদিকরা আরো বেশী সচেষ্ট থাকবেন।
মেলা সহ-আয়োজক ইতাল বাংলার মুখপাত্র তাইফুর রহমান ছোটন বলেন, মেলার মিডিয়া পার্টনারদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে যাতে মেলার প্রচারনা আরো প্রসারিত হয়।
মেলার আরেক সহ-আয়োজক ধুমকেতু কর্নধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন মেলা একটি সার্বজনীন উদ্যোগ আর তাই সবারই উচিত নিজের উদ্যোগে মেলার প্রচার প্রচারনায় সহযোগীতা করা।
এরপরে আগত মিডিয়াকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আয়োজক বৃন্দ জানান, এবারের মেলায় ইতালীয়ান শিল্পীদের বেশ কিছু দেশীয় পরিবেশনা থাকবে যা আমাদের সাথে ইতালীয়ানদের সম্পর্কে,র নতুন দিক উন্মোচন করবে, থাকবে বৈশাখী র্যালী, চিত্রাংকন, দেশীয় খাবারসহ নানা আয়োজন। মেলায় বাংলাদেশ দেশে অন্তত ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। মিডিয়াকর্মীদের জন্য আলাদা মিডিয়া বুথের পাশাপাশি লাইভ প্রচারনার বিশেষ উদ্যোগ নেয়া হবে।
Nessun commento:
Posta un commento